এক্সপ্লোর
নতুন বছরের শুরু থেকেই বাধ্যতামূলক FASTag, না লাগালে গুনতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স
১ জানুয়ারি থেকে রাজ্যের টোল বাধ্যতামূলক প্লাজায় ফাস্ট্যাগ। রাজ্যের ২৫টি জাতীয় সড়কে রয়েছে টোল গেট। বিশেষ যন্ত্রের মাধ্যমে কেটে নেওয়া যাবে টোল ট্যাক্স। এই প্রক্রিয়া ডিজিট্যাল ইন্ডিয়া প্রকল্পেরই একটি অংশ। গাড়ির উইন্ডস্ক্রিনে লাগানো থাকবে ফাস্ট্যাগের স্টিকার। ফাস্ট্যাগ ছাড়া পেরোতে চাইলে দিতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স।
আরও দেখুন

















