ফটাফট: ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, দক্ষিণ ২৪ পরগনায় পুজো কমিটিগুলিকে কড়া সতর্কতা
রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত বিমল গুরুং আচমকাই কলকাতায়। মোদি-অমিত শাহের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন সার্টিফিকেট। বিজেপির সঙ্গ ছেড়ে একুশের ভোটে তৃণমূলের হাত ধরে লড়াইয়ের ঘোষণা। প্রকাশ্যে মমতাতেই আস্থা বিমলের। বাংলা ভাগ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? পাল্টা সায়ন্তন। ভোটের আগে তৃণমূল ঘনিষ্ঠতা, কটাক্ষ সুজনের। দু’একটি ছোটো পরিবর্তন হলেও দর্শকশূন্যই পুজো প্যান্ডেল। স্থানীয় বাসিন্দা মিলিয়ে বড়ো মণ্ডপে সর্বোচ্চ ৪৫ জন, ছোটো পুজোয় ১৫ জন, জানাল আদালত। উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা পরিবর্তন করা যাবে রোজ। আজ ইজেডসিসির পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। তবে কলকাতা হাইকোর্টের রায়ের পর সপ্তমী, অষ্টমী, নবমীর সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুকুল রায়। এবিপি আনন্দের রুপায়নে সেরা হিন্দুস্তান পার্ক, মাতৃভাবনায় টালা পার্ক প্রত্যয়, শিশুমনে সেরা হাজরা পার্ক। দক্ষিণের সাবেকিয়ানায় সেরা ম্যাডক্স স্কোয়ার। কল্প ভাবনায় সেরা বেহালার নূতন দল। পুজোর আবহে মন খারাপের খবর। জের। ষষ্ঠী থেকে অষ্টমী কলকাতা-সহ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পঞ্চমীতেও করোনার গ্রাফ উর্দ্ধমুখী। কলকাতায় ৮৭৯, উত্তর ২৪ পরগনায় ৮৭২। দৈনিক সংক্রমণের নিরিখে এটাই রাজ্যের সর্বাধিক দুই ক্ষতিগ্রস্ত জেলার ছবি। করোনা আবহেই উদ্বেগ বাড়াচ্ছে চিকুনগুনিয়া। আরজিকরে শিশু নিখোঁজ-কাণ্ডের তদন্তে সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের।