ফটাফট: আজ ১২ ঘণ্টা Tufanganj Bandh-র BJP-র, রাজ্যে একদিনে corona আক্রান্ত ৩ হাজার ৬৬৮, সঙ্গে অন্য খবর
দায়িত্ব পেয়েই জেলা সফরে BJP-র কেন্দ্রীয় নেতারা। পাখির চোখ বাংলার ভোট। ঘাঁটি গাড়ছেন Shah-Nadda-রা। প্রতিমাসে ২দিন থাকবেন Amit, তিনদিন থাকবেন J.P.Nadda। ভরসা নেই দুর্বল বঙ্গ ব্রিগেডে, কটাক্ষ তৃণমূলের।
বহিরাগত গুণ্ডা এনে অশান্তি করা চলবে না, পোস্তায় জগদ্ধাত্রী পুজোয় নাম না করে BJP-কে আক্রমণে Mamata Banerjee। বাংলাদেশী স্বাগত, BJP হলে বহিরাগত, পাল্টা Kailash Vijayvargiya।
23rd January Netaji-র জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে চিঠি মুখ্যমন্ত্রীর। আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে পালন করুন ছট পুজো, বার্তা Chief Minister Mamata Banerjee-র।
বাংলার ভোটে Standerd Protocol মেনে চাই কেন্দ্রীয় বাহিনী, Election Commission-র চিঠি CEO দফতরের। গরু পাচারের আগে BSF কর্তাদের একাংশের সঙ্গে পাচারকারীদের বৈঠক। প্রতি দফায় ৪০ লক্ষে রফা। সংকেতে বার্তা। Commandant-কে গ্রেফতারের পর দাবি CBI-র। দলের নেতাকে
পিটিয়ে খুনের অভিযোগে আজ সকাল থেকে ১২ ঘণ্টা Cooch Behar-র Tufanganj মহকুমায় বনধের ডাক দিয়েছে BJP। রাজ্যে একদিনে corona আক্রান্ত ৩ হাজার ৬৬৮। মৃত ৫৪ জন। একদিনে সুস্থ ৪ হাজার ৪২৯। জম্মু-কাশ্মীরে গ্রেনেড হামলা, আহত ১২ স্থানীয় বাসিন্দা।