WB News: আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি ! বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বধূকে শ্লীলতাহানির অভিযোগ
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের মধ্যেই আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি ! হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনে এক সিভিকের আমৃত্যু কারাবাস। মালদার মানিকচকে সিভিক ভলান্টিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বধূকে ধর্ষণের অভিযোগ। ধৃত পঙ্কজ মণ্ডল মানিকচক থানার সিভিক ভলান্টিয়ার।
স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির:
এদিকে, স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের, ২ চিকিৎসকের নাম ছিল এফআইআরে। সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়।



















