রাজ্য বোমা তৈরির কারখানা হয়ে উঠেছে , ফের রাজ্য সরকারকে ট্যুইট-খোঁচা রাজ্যপালের
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল। ট্যুইটে করে তিনি লেখেন, রাজ্য বেআইনি বোমা তৈরির কারখানা হয়ে উঠছে। এতে বিপন্ন হতে পারে গণতন্ত্র। পুলিশ ব্যস্ত বিরোধীদের মোকাবিলায়। যাঁরা উচ্চপদে আছেন, তাঁরা দায়িত্ব এড়াতে পারেন না। পশ্চিমবঙ্গের স্বার্থে এনআইএ মুর্শিদাবাদ থেকে আল কায়দা জঙ্গিদের গ্রেফতার করেছে।
রাজ্য থেকে গ্রেফতার ৬ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি। এনআইএ সূত্রে খবর, আজ সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। কেরলের এর্নাকুলাম থেকেও ৩ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃতদের সঙ্গে পাকিস্তানের আল কায়দা মডিউলের যোগ রয়েছে। ওই জঙ্গিদের দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার ছক ছিল বলে এনআইএ সূত্রে দাবি। ধৃতদের থেকে জেহাদি নথি, অস্ত্র ও বিস্ফোরক বানানোর নথি উদ্ধার হয়েছে।