সকালের শিরোনাম: গরুপাচারে ধৃত বিএসএফ কর্তা;শুভেন্দুকে আটকাতে তৎপর তৃণমূল, দায়িত্বে ২ সাংসদ
গোরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জালে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। টানা সাত ঘণ্টা জেরার পর গ্রেফতার এড়িয়ে যাচ্ছিলেন, প্রশ্নে মিলছিল না সহযোগিতা, খবর সিবিআই সূত্রে। সীমান্তে সক্রিয় গরু পাচার চক্র, বিএসএফ পুলিশের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগে সরব বিরোধীরা। পর্দাফাঁসের হুঁশিয়ারি। কেন্দ্রের ব্যর্থতা ঢাকার চেষ্টা, পাল্টা তৃণমূল। শুভেন্দুকে আটকাতে তৎপর তৃণমূল। দায়িত্বে দুই সাংসদ। একজনের সঙ্গে গোপন বৈঠক। অভিষেক, প্রশান্ত নিয়ে আপত্তি মন্ত্রীর, ফের বৈঠকের সম্ভাবনা। দলেই থাকবেন, দাবি সৌগতর। তৃণমূল আর দিদির দল নয়, কার্যত প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিস্ফোরক মিহির, পাশে দাঁড়ালেন সিতাইয়ের বিধায়কও। প্রকাশ্যে মুখ খোলায় ক্ষতি, মানছে নেতৃত্ব। বাংলা দখলে পাঁচ কেন্দ্রীয় নেতার বিশেষ দল। বিজেপির মেদিনীপুরের দায়িত্বে সুনীল দেওধর, কলকাতায় দুষ্মন্ত গৌতম, রাঢ়বঙ্গ জোনে বিনোদ সোনকর, উত্তরবঙ্গের দায়িত্বে হরিশ দ্বিবেদী। ১৮ নভেম্বর থেকে ৫ জেলা সফরে বিজেপির ৫ কেন্দ্রীয় নেতা। রিপোর্ট পাওয়ার পর ৩০-এ আসতে পারেন অমিত শাহ। ভরসা নেই বাংলার নেতাদের ওপর, কটাক্ষ তৃণমূলের। ভোটের আগে ফের ভাঙন। সিপিএম থেকে বিজেপিতে রিঙ্কু নস্কর। জোট নিয়ে ফের বৈঠকে বাম-কংগ্রেস। ভারত বন্ধ সফল করতে ২৩ নভেম্বর যৌথ র্যালি। কোনও লাভ নেই, কটাক্ষ দিলীপের। কলকাতায় কালীপুজোর উদ্বোধন করে বাংলাদেশে মৌলবাদীদের রোষে শাকিব। খুনের হুমকির মুখে শেষ পর্যন্ত নতিস্বীকার। অভিযুক্ত গ্রেফতার।