শারীরিক অবস্থার অবনতি, আইটিইউতে করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় – দেখুন সকালের ‘শিরোনাম’
শারীরিক অবস্থার অবনতি। আইটিইউতে সৌমিত্র চট্টোপাধ্যায়। ওঠানামা করছে রক্তচাপ, কমেছে অক্সিজেনের মাত্রা, বেলভিউ হাসপাতাল সূত্রে খবর। উন্নয়ন নিয়ে ফের তৃণমূল কর্মীদের প্রশ্নের মুখে অনুব্রত। উন্নয়ন নিয়ে খোদ বীরভূমেই বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। ভাঙল সাইন বোর্ড, ফিরতে হল রাস্তার উদ্বোধন না করেই। কৈলাস-মুকুলদের বিরুদ্ধে কলকাতা পুলিশের জোড়া এফআইআর। ভয় পেয়ে এফআইআর, খোঁচা বিজেপির। ৩ অক্টোবরই মণীশ শুক্লকে খুনের ছক, মিছিলেই হামলার পরিকল্পনা। পুলিশের কড়াকড়িতে বানচাল, জেলেই ধৃত সুবোধ যাদবের সঙ্গে শার্প শ্যুটার নাসিরের পরিচয়ের দাবি। রাজ্যে করোনা সংক্রমণে ফের রেকর্ড। একদিনে আক্রান্ত ৩ হাজার ৫৭৩। ৬২ জনের মৃত্যু। মন্দিরের জমি বিবাদ, রাজস্থানে পুরোহিতকে পুড়িয়ে খুন। মুখ্যমন্ত্রীকে নিশানা বসুন্ধরার। কঠোর পদক্ষেপের আশ্বাস রাজস্থান সরকারের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)