এক্সপ্লোর
করোনাবিধিকে বুড়ো আঙুল! হাওড়ার কোচিং সেন্টারে পড়ুয়াদের ঘিঞ্জি ক্লাস, নেই মাস্কও
করোনা আবহে এখনও বন্ধ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি তরফে স্কুল খোলা নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অথচ হাওড়ার সাঁকরাইলের ধূলাগড় নিউ রোডের একটি কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের এভাবেই দূরত্ববিধির তোয়াক্কা না করে পড়ানো হচ্ছে! মুখে নিয়ম মানার কথা বললেও, মাস্ক ছাড়াই ক্লাস করতে দেখা গেছে বহু পড়ুয়াকে। শুধু এই নয়, অভিযোগ, করোনা সতর্ক-বিধি উপেক্ষা করেই শতাধিক ছাত্র-ছাত্রীদের কোচিং সেন্টারের হস্টেলেও রাখা হয়েছে।
আরও দেখুন

















