এক্সপ্লোর
Advertisement
Mamata Banerjee: কান ধরে হিন্দি শেখাব, নাম না করে মোদিকে কটাক্ষ মমতার
‘আমায় কী হিন্দি শেখাবে ওরা, আমি কান ধরে হিন্দি শেখাতে পারি। রাজ্যে হিন্দি, উর্দু, গুরুমুখী ভাষাকে রাজ্যে স্বীকৃতি দিয়েছি। উনি টেলিপ্রম্পটার দেখে গুজরাতিতে ভাষণ দেন।’ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
‘বিজেপি এখন বাঙালি-অবাঙালি রাজনীতি করছে। হিন্দু-মুসলিমের পর এখন বাঙালি-অবাঙালি। বাঙালিদের থেকেও বেশি ভোট আপনারা দিন। দেখিয়ে দেব আমরা আর কী করতে পারি।’ হিন্দিভাষীদের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী।
‘দুঃখ লাগল ঝাড়গ্রামে হেনমন্ত সোরেন এসে রাজনীতি করছেন। ঝাড়খণ্ডেও অনেক বাঙালি আছে, আমরাও রাজনীতি করতে পারি। আমি হেমন্তর শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলাম। দিল্লিতে কৃষকদের অসম্মান করা হচ্ছে। কৃষকদের বেইজ্জত করতে পরিকল্পনা করেছে বিজেপি। অমিত শাহর সঙ্গে মূল অভিযুক্তর ছবি আছে। বিধানসভায় কয়েকজন বিজেপি বিধায়ক চিৎকার করছিলেন। আমি এমন চিৎকার করেছি, পালিয়ে গেছে। আমাদের বিজেপির মত ক্ষমতা নেই। বাইরের থেকে গদ্দার এনে প্রচার করতে পারব না। আপনারা গ্রুপ তৈরি করে মহল্লায় গিয়ে প্রচার করুন। তৃণমূল এবার আরও বেশি আসন নিয়ে জিতবে।’
‘বিজেপি এখন বাঙালি-অবাঙালি রাজনীতি করছে। হিন্দু-মুসলিমের পর এখন বাঙালি-অবাঙালি। বাঙালিদের থেকেও বেশি ভোট আপনারা দিন। দেখিয়ে দেব আমরা আর কী করতে পারি।’ হিন্দিভাষীদের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী।
‘দুঃখ লাগল ঝাড়গ্রামে হেনমন্ত সোরেন এসে রাজনীতি করছেন। ঝাড়খণ্ডেও অনেক বাঙালি আছে, আমরাও রাজনীতি করতে পারি। আমি হেমন্তর শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলাম। দিল্লিতে কৃষকদের অসম্মান করা হচ্ছে। কৃষকদের বেইজ্জত করতে পরিকল্পনা করেছে বিজেপি। অমিত শাহর সঙ্গে মূল অভিযুক্তর ছবি আছে। বিধানসভায় কয়েকজন বিজেপি বিধায়ক চিৎকার করছিলেন। আমি এমন চিৎকার করেছি, পালিয়ে গেছে। আমাদের বিজেপির মত ক্ষমতা নেই। বাইরের থেকে গদ্দার এনে প্রচার করতে পারব না। আপনারা গ্রুপ তৈরি করে মহল্লায় গিয়ে প্রচার করুন। তৃণমূল এবার আরও বেশি আসন নিয়ে জিতবে।’
Tags :
West Bengal Elections With ABP Ananda BJP Congress WB Polls With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC WB Polls WB Election West Bengal Assembly Elections Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections 2021 Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shahআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ইন্ডিয়া
Advertisement