এক্সপ্লোর
'ই-পাস বুকিং-এ সমস্যা হচ্ছে' পরিষেবা শুরুর আগেই অভিযোগ মেট্রো-যাত্রীর, তুঙ্গে প্রস্তুতি,বিভিন্ন স্টেশনে
আজ থেকে কলকাতায় জনসাধারণের জন্য চালু হচ্ছে মেট্রো। দেওয়া হবে না টোকেন। শুধুমাত্র স্মার্টকার্ড থাকলেই ওঠা যাবে মেট্রোয়। তবে স্টেশনে ঢোকার জন্য অ্যাপ মারফত নিতে হবে ই-পাস। ট্রেন চলবে সকাল ৮ টা থেকে সন্ধ্যে ৭ টা। ইতিমধ্যেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুরু হয়েছে যাত্রী সমাগম। এক যাত্রীর কথায়, সার্ভারের সমস্যা থাকায় সমস্যায় পড়ছে হয়েছে তাঁকে।
আরও দেখুন

















