এক্সপ্লোর
'আরও ট্রেন চাই, তাহলেই তো সোশ্যাল ডিসট্যান্সিং মানা যাবে!', পরিষেবা শুরুর প্রথমদিন থেকেই আর্জি যার্তীদের
Local Train Service Resumes in Bengal: প্রায় সাড়ে সাত মাস পর আজ থেকে রাজ্যে শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। লিলুয়া স্টেশনে কর্ড লাইনে যাত্রীর সংখ্যা বেশি, কিন্তু ট্রেন কম, জানালেন এক যাত্রী। অনেকেই মাস্ক পরেননি, আবার কেউ কেউ মানছেন না সামাজিক দূরত্বও। তবে মোটের ওপর যাত্রীরা খুশি। কিন্তু তাঁদের দাবি, ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। অন্যদিকে রানাঘাট লোকালে বেশ ভিড় চোখে পড়েছে। করোনা বিধি মানার জন্য যাত্রীদের সতর্ক করছেন নিরাপত্তা কর্মীরা। ভোর ৫টা শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা।
আরও দেখুন

















