এক্সপ্লোর
পঞ্জাবে ডাকাতি করতে গিয়ে মণীশ-খুনে গ্রেফতার, তাড়া খেয়ে বাইক থেকে পড়ে গিয়েই পুলিশের জালে
পঞ্জাবে ডাকাতি করতে গিয়ে মণীশ-খুনে গ্রেফতার! ১৬ অক্টোবর লুধিয়ানায় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি। ডাকাতি করতে গিয়ে লুধিয়ানা পুলিশের হাতে পাকড়াও দুই। এই দুজনের নাম সুমিত কুমার রাই এবং রোশন কুমার যাদব। এই দুজনেই শার্প শ্যুটার। ডাকাতির পর পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে বাইক থেকে পড়ে যায় ২ দুষ্কৃতী। তারপরেই গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, মণীশ-হত্যার পরে বিহার হয়ে পঞ্জাবে ঢোকে আততায়ীরা। তারপরেই সিআইডির কাছ থেকে খবর যায় লুধিয়ানায়। এরপর জেরার মুখে মণীশ-হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে অভিযুক্তরা। জেরার পরেই নিশ্চিত হয়ে ধৃতদের ট্রানজিট রিমান্ডে আনা হয় বাংলায়। সিআইডি সূত্রে খবর, টিটাগড়ে খুনের পরে বাইকেই বিহারে চম্পট দেয় আততায়ীরা। মণীশ-হত্যাকাণ্ডে ধৃত খুররমের সঙ্গে দুষ্কৃতীদের যোগ। সুবোধ সিংহের মাধ্যমে জেলেবন্দি সুবোধ যাদবকে সুপারি। সুপারি দিয়ে বিহার থেকে ৬ দুষ্কৃতীকে আনা হয় বাইকে। মণীশ-খুনের পরে বাইকেই পালিয়ে যায় আততায়ীরা। মণীশ-হত্যাকাণ্ডে এভাবেই চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে এসেছে, জানিয়েছে একটা সূত্র।
আরও দেখুন

















