এক্সপ্লোর
Advertisement
বিশাল দাসের উপর নজর রাখছিল পুলিশ, সে যাতে এবার সাজা পায়, তার ব্যবস্থা করা হবে, জানালেন হুমায়ুন কবীর
ক্যানিংয়ের জীবনতলা থেকে গ্রেফতার চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। অভিযোগ, ১০ অক্টোবর চুঁচুড়ার বাসিন্দা বিষ্ণু মাল নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে বিশাল ও তার সঙ্গীরা। দেহ খণ্ডিত করে ফেলা হয় বিভিন্ন জায়গায়। মুণ্ডহীন ধড়ের একাংশ উদ্ধার হলেও, এতদিন কাটা মুণ্ডের সন্ধান মেলেনি। পুলিশের দাবি খুনের কথা স্বীকার করেছে বিশাল দাস। কাটা মুণ্ডের সন্ধানও পাওয়া গেছে। সূত্রের খবর, তোলাবাজি ও ভাড়াটে খুনি হিসেবে কুখ্যাত বিশাল ক্যানিংয়ের জীবনতলায় গা ঢাকা দেয়। সন্দেহ হওয়ায় গতকাল সেখানে চড়াও হন গ্রামবাসীরা। দুষ্কৃতীদের গুলিতে জখম হন তিন তৃণমূল কর্মী। আজ সকালে পালানোর সময় ধরা পড়ে যায় বিশাল।
পুলিশ সূত্রে খবর, এর আগে ২০১৭-য় হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসের দাদা তারক বিশ্বাসকে খুন করে ক্যানিংয়েই গা ঢাকা দিয়েছিল বিশাল। পরে সে গ্রেফতার হয়। আড়াই বছর জেল খাটার পর সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পায় বিশাল।
পুলিশ সূত্রে খবর, এর আগে ২০১৭-য় হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসের দাদা তারক বিশ্বাসকে খুন করে ক্যানিংয়েই গা ঢাকা দিয়েছিল বিশাল। পরে সে গ্রেফতার হয়। আড়াই বছর জেল খাটার পর সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পায় বিশাল।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement