বাংলাকে জঙ্গিদের ‘গ্রুমিং গ্রাউন্ড’ বলে ‘রাষ্ট্রপতি শাসন জারি’-র কটাক্ষ বাবুলের! শুরু রাজনৈতিক তরজা
আল কায়দা জঙ্গি গ্রেফতার থেকে মণীশ শুক্ল হত্যা, যা যা ঘটলে রাষ্ট্রপতিশাসন জারি করা যায়, তা সবই রয়েছে রাজ্যে। বাবুল সুপ্রিয়র মন্তব্য ঘিরে তুঙ্গে তরজা। আগে উত্তরপ্রদেশের দিকে নজর দিক, পাল্টা বলল তৃণমূল। তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ বামেদের। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির মুখে ফের বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা। যা নিয়ে চড়তে শুরু করেছে তরজার পারদ। মুর্শিদাবাদ থেকে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের গ্রেফতারি। টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লা খুন-সহ বিভিন্ন ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব বিজেপি। বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানেও অন্যতম ইস্যু ছিল বাংলার আইনশৃঙ্খলা! রবিবার সেসব প্রসঙ্গ তুলে, ফের সুর চড়িয়েছেন এরাজ্যের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। হুঁশিয়ারি দিয়ে গিয়ে তাঁর মুখে উঠে এসেছে রাষ্ট্রপতি শাসনের কথাও।