বাঁকুড়ায় তৈরি হবে বিরসা মুণ্ডার মূর্তি, ‘আদিবাসীদের মন জয়ের চেষ্টা তৃণমূলের’, কটাক্ষ বিজেপির
বাঁকুড়া সফরে এসে আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফর শুরু করেছিলেন বীরসা মুন্ডার উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে। যদিও, তা নিয়ে বিতর্কও তৈরি হয়।
এবার বাঁকুড়াতেই বিরসা মুণ্ডার মূর্তি তৈরির উদ্যোগ তৃণমূলের। জাতীয় সড়কের ধারে নারকেল ফাটিয়ে জমি চিহ্নিতকরণের অনুষ্ঠানে হাজির বিধায়ক থেকে জেলা সভাপতি। আদিবাসীদের মন জয়ের চেষ্টা, কটাক্ষ বিজেপির। তাদের তোপ এতদিন আদিবাসীদের উপেক্ষা করার প্রায়শ্চিত্ত করতে চাইছে তৃণমূল। মূর্তি তৈরি করছেন আদিবাসীরাই, পাল্টা তৃণমূল।
২০১৯ লোকসভা ভোটের নিরীখে বাঁকুড়ার ১২টি বিধানসভা আসনের সবকটিতেই পিছিয়ে তৃণমূল। জেলার ৪টি আসন তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)