এক্সপ্লোর
Advertisement
West Bengal Election 2021: শুভেন্দু অধিকারীর সভার আগে খেজুরি-সহ দু’জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শুভেন্দু অধিকারীর সভার আগে খেজুরি-সহ দু’জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা লাঠি-সোঁটা নিয়ে হামলাকারীদের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা। যদিও, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বাংলায় নির্বাচন আর রাজনৈতিক সন্ত্রাস যেন সমার্থক! বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভার আগে কাঁথি ও খেজুরি - দু’জায়গায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধল! তৃণমূলের বিরুদ্ধে বাসে ভাঙচুর ও ইটবৃষ্টির অভিযোগ তুলেছে বিজেপি।
শুভেন্দু অধিকারীর সভার যাওয়ার পথে খেজুরির বারাতলায় বিজেপি কর্মীরা বাইক র্যালি করছিলেন। তাঁদের দাবি, তখনই হামলা চালায় তৃণমূল। বাসে ভাঙচুর করা হয়। এরপরই বিজেপি কর্মীরা বাস থেকে নেমে পড়েন।
লাঠি-সোঁটা নিয়ে তেড়ে যান বিজেপি কর্মীরা। মঙ্গলবারই খেজুরিতে সভা করে তৃণমূল। ২০ কিলোমিটার দূরে হেঁড়িয়ায় সভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই দলীয় কর্মীদের উপর হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা।
বাংলায় নির্বাচন আর রাজনৈতিক সন্ত্রাস যেন সমার্থক! বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভার আগে কাঁথি ও খেজুরি - দু’জায়গায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধল! তৃণমূলের বিরুদ্ধে বাসে ভাঙচুর ও ইটবৃষ্টির অভিযোগ তুলেছে বিজেপি।
শুভেন্দু অধিকারীর সভার যাওয়ার পথে খেজুরির বারাতলায় বিজেপি কর্মীরা বাইক র্যালি করছিলেন। তাঁদের দাবি, তখনই হামলা চালায় তৃণমূল। বাসে ভাঙচুর করা হয়। এরপরই বিজেপি কর্মীরা বাস থেকে নেমে পড়েন।
লাঠি-সোঁটা নিয়ে তেড়ে যান বিজেপি কর্মীরা। মঙ্গলবারই খেজুরিতে সভা করে তৃণমূল। ২০ কিলোমিটার দূরে হেঁড়িয়ায় সভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই দলীয় কর্মীদের উপর হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা।
Tags :
Khejuri West Bengal Elections With ABP Ananda Congress WB Polls With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC WB Elections With ABP Ananda BJP WB Election West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shahআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement