এক্সপ্লোর
Weather Update: উত্তুরে হাওয়ায় ঝঞ্ঝার বাধা, পৌষের শেষ হওয়ার আগেই উধাও শীত !
পৌষ শেষ হওয়ার আগেই উধাও শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী তিন দিন এই পরিস্থিতি বজায় থাকবে। উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা থাকার কারণেই উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। এই জন্যই তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বিগত কয়েকদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকছে। যদিও আগামী সপ্তাহে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
আরও দেখুন

















