West Bengal Elections 2021: একজন সিনেমা করেন, তাকে ধমকাচ্ছে বিজেপি, এত বড় ক্ষমতা! পুরুলিয়ায় সরব মমতা
‘পুরুলিয়া প্রথম রাজ্য, যেখানে প্রথম ভাষা আন্দোলন হয়। পুরুলিয়া বহিরাগতদের কাছে মাথা নত করেনি। আদিবাসীদের জন্য কাজ করেছে রাজ্য সরকার। ভুল বুঝিয়ে ভোট নিয়ে পালিয়ে গিয়েছে দিল্লি। ভোটের আগে মন্ডা-মিঠাই, ভোটের পর কাঁচকলা। বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর। বিষাক্ত সাপ, এক ছোবলেই শেষ। বীরসা মুণ্ডাকে অপমান করেছে, অন্যের ছবিতে মালা দিয়েছে। একজন সিনেমা করেন, তাকে ধমকাচ্ছে বিজেপি, এত বড় ক্ষমতা! রাজ্যে এমন করলে মুখে লিউকোপ্লাস্টার দেবে রাজ্যবাসী। আমার মিটিংয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি। গ্রীষ্মে পুরুলিয়ার জলকষ্ট ঠেকাতে ব্যবস্থা নেব। পুরুলিয়ায় নতুন শিল্প গড়ে উঠবে। প্রচুর কর্মসংস্থান হবে এই সব জায়গায়। আরও ২০ লক্ষ সাইকেল কেনা হচ্ছে। সবুজসাথীতে তা দেওয়া হবে। ট্যাবলেটের টাকা দু-একদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে। দলিতদের বাড়িতে গিয়ে পাঁচতারা হোটেলের খাবার খাচ্ছে। দলিতদের ঘর ভেঙে সিমেন্ট করে কাঁসার থালায় খাবার। অনেকের বিজেপি নেতাদের খাওয়াতে ধার হয়ে গিয়েছে। এমন পরিবার পেলে তৃণমূলকর্মীদের বলছি, ওদের সাহায্য করুন। যারা যাচ্ছে, বলছি, আপদ বিদায় হয়েছে। দলে থাকলেই এরা জ্বালাত। সিঙ্গুর-নন্দীগ্রামে আমরা কৃষকদের নিয়ে জিতেছিলাম। এখনকার কৃষি আইনে ফসল দখল করা যাবে। বিজেপির কারাগার ভেঙে করো চুরমার। কেউ কিছু বললেই হুমকি দেয়, গুলি। বিজেপিতে গিয়ে কেউ কেউ মাথা বিক্রি করছে। আমরা বিজেপির কাছে মাথা নত করব না।’ পুরুলিয়ার সভায় সরব মমতা।