West Bengal Elections with ABP Ananda: ২১ শে ২০০র বেশি আসনই জিতব, হুঙ্কার BJPর,ভরসা 'পঞ্চপাণ্ডব', চিনে নিন এঁদের
West Bengal Elections with ABP Ananda: Assembly Election-র প্রস্তুতিতে ময়দানে নেমে পড়ল BJP। Kolkata ও Midnapore জোন দিয়ে Organizational Meeting শুরু করে দিলেন কেন্দ্রীয় নেতারা। ঘোড়া কেনাবেচা করতেই বাইরে থেকে আনা হচ্ছে নেতাদের। কটাক্ষ TMC-র। গুরুত্ব দিতে নারাজ Congress। ২১-এর নির্বাচনে বঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে, ২০০ আসন দখলের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন Amit Shah। আর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। সংগঠনকে মজবুত করতে মঙ্গলবারই রাজ্যকে ৫টি জোনে ভাগ করে, পাঁচ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মানুষ কিন্তু আদতে বিজেপির ত্রিপুরা জয়ের কাণ্ডারী তথা সর্বভারতীয় সম্পাদক Sunil Deodhar বিধানসভা নির্বাচনে মেদিনীপুর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জোনে রয়েছে দুই মেদিনীপুর ছাড়াও হাওড়া ও হুগলি জেলার আসনগুলি। বিজেপি-র অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি দিল্লির Dushmant Gautam বঙ্গ বিধানসভা ভোটে Kolkata Zone-র দায়িত্ব সামলাবেন। এই জোনে কলকাতা ছাড়া রয়েছে দুই ২৪ পরগনাও। মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক। বাংলায় তাঁর দায়িত্বে বর্ধমান জোন। দুই বর্ধমান ছাড়াও এই জোনে রয়েছে Murshidabad, Nadia এবং Birbhum জেলা। উত্তরপ্রদেশের Harish Dwibedi বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক। বাংলায় উত্তরবঙ্গের দায়িত্বে তিনি।এই জোনে রয়েছে উত্তরবঙ্গের সব ক’টি জেলা। উত্তরপ্রদেশের বিনোদ সোনকরকে বাংলার বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জোনে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা।