২১ জুন থেকে ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে ভ্যাকসিনের ঘোষণা প্রধানমন্ত্রীর
২১ জুন থেকে ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন (Corona Vaccine) দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র ভ্যাকসিন কিনে রাজ্যগুলিকে দেবে। বেসরকারি হাসপাতালে প্রতি ডোজে সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। যে যে রাজ্য যত পরিমাণ ভ্যাকসিন চাইবে সেটা দিতে পারবে তো কেন্দ্রীয় সরকার? মোদি সরকারের নতুন নীতি নিয়ে প্রশ্ন তৃণমূলের (TMC)। কোর্টের ভর্ৎসনার পরই সিদ্ধান্ত বদল, কটাক্ষ সিপিএমের। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫ হাজার ৮৮৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের। ৬১ দিন পর দেশে সবথেকে কম দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ লক্ষ ৬৩৬ জন। আড়াই হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু। বাতিল এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। বিশেষজ্ঞ কমিটি, জনমতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশনই দায়ী, বাংলায় আট দফা ভোট নিয়ে ফের আক্রমণে অভিষেক (Abhishek Banerjee)।