Adhir Ranjan Chowdhury attacks Mamata Banerjee: রাজ্য সরকারের সব কাজই লোক দেখানো, উচ্চ প্রাথমিকের নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে আক্রমণ অধীরের
হাইকোর্টে রাজ্য সরকারের ধাক্কা। উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশ দিলেন বিচারপতি অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল। আগামী শুক্রবার বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ বহাল থাকবে।
এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, "সরকারের কোনও কাজেই সিরিয়াস নয়, পুরোটাই লোক দেখানো। এই শুনছি ৩২,০০০ চাকরি হবে। এই গল্প বহু বছর ধরেই চলছে। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলবেন হাইকোর্ট দিচ্ছে না তো আমি কী করব? আপনি নন্দীগ্রামের ভোট সহ সব বিষয়ে হাইকোর্টে মোকাবিলা করতে তৎপর। কিন্তু ত্রুটিহীন বন্দোবস্ত করে কেন চাকরির ব্যবস্থা করছেন না?"
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, পুজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিকে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পরে প্রাথমিকে নিয়োগ করা হবে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক। মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর আগে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত, প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।