Egra News: চন্দন দাসের এগরার বাড়িতে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তল্লাশির খবরে যে তথ্য এবং ছবি সম্প্রচারিত হয়েছে তা ভুল। তার জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী
ABP Ananda Live: এগরা পুরসভার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং বর্তমানে ধূপগুড়ি পুরসভায় কর্মরত চন্দন দাসের এগরার বাড়িতে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তল্লাশির খবরে যে তথ্য এবং ছবি সম্প্রচারিত হয়েছে তা ভুল। একটি সূত্র মারফৎ পাওয়া এই খবরের দেখানো হয়েছিল প্রায় ৭কোটি টাকা এবং কয়েক ভরি সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু রাজ্য পুলিশের দুর্নীতির শাখার তরফে জানানো হয়েছে, তল্লাশিতে কিছু নথিপত্র ছাড়া উল্লেখযাগ্য কিছু পাওয়া যায়নি। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ চিন্ময় দাসের জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন।
স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় খারিজ আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন। ২ জানুয়ারিই হবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি।