West Bengal News: দিনে ১০০ রেলযাত্রীকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ সোনারপুর-রাজপুর পুরসভার
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নন তাও কুলটিতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে আসানসোলের (Asansol) তৃণমূলের বিদায়ী ডেপুটি মেয়র। বিতর্কের মুখে শুধু হাতে সিরিঞ্জ ধরার সাফাই। ঠিক করেননি, বললেন পুরসভার প্রশাসক। বিদায়ী ডেপুটি মেয়রের সঙ্গে এক চিকিৎসক, দুই নার্সকে শো-কজ পুরসভার। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, কটাক্ষ বিজেপির। হাতুড়ে ডাক্তারদেরও স্বীকৃতি দিয়েছে কেন্দ্র, অসুবিধা কোথায়? পাল্টা তৃণমূল (TMC)। হুগলির (Hooghly) তারকেশ্বরে ভ্যাকসিনেশনে আমরা-ওরা? ছেলে বিজেপি (BJP) করায় ৮০ বছরের বৃদ্ধকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না দেওয়ার অভিযোগ। যদিও তা মানতে নারাজ পঞ্চায়েতের উপপ্রধান। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। রেলযাত্রীদের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা সোনারপুর (Sonarpur), গড়িয়া (Garia) স্টেশনে। সকালে কুপন সংগ্রহের পর বিকেলে ভ্যাকসিনেশন। সোনারপুর-রাজপুর পুরসভার তরফে রোজ ১০০ জন যাত্রীকে দেওয়া হবে ভ্যাকসিন। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দলেরই পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দিল তৃণমূল (TMC)। শাসকদলের দাবি, ব্যক্তিগত কারণে সরে যান প্রধান। বিজেপির অভিযোগ, দুর্নীতি নিয়ে মুখ খোলায় সরিয়ে দেওয়া হয়েছে প্রধানকে। বাঁকুড়ার ইন্দাসে প্রতিদিনই ভাঙছে দামোদরের পার। ভাঙনের জেরে তলিয়ে গিয়েছে চাষের জমি। বসত ভিটে হারানোর আশঙ্কা করছেন গ্রামবাসীরা।