Corona: পুরুলিয়ার সরকারি কোভিড হাসপাতালে নির্মীয়মাণ অক্সিজেন প্লান্টের চার লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ
দেশে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই দেখা দিয়েছিল অক্সিজেনের সঙ্কট। দেশজুড়ে বহু হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগও উঠেছে। অক্সিজেনের সঙ্কট মেটাতে রাজ্যের শতাধিক সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার (State Government)। কিন্তু এর মধ্যেই ঘটে গেল বিপত্তি। পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতাল চত্বরে নির্মীয়মাণ অক্সিজেন প্লান্টের (Oxygen Plant) যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠল। সদর হাসপাতালের অধীনস্থ হাতোয়াড়া কোভিড হাসপাতালের (COVID Hospital) অক্সিজেন প্লান্টের প্রায় ৪ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি গেছে বলে পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগ জানিয়েছে ঠিকাদার সংস্থা।
![Kolkata News: বাগুইহাটির ঘটনায় অভিযুক্ত কাউন্সিলারের জামিন, কী বললেন আক্রান্ত প্রোমোটার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/a6550c5594235b97ad86320b6fdb8fc61739769609214967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)