Covid Restriction In West Bengal: পর্যটনকেন্দ্রে ঢোকার আগে নামখানায় চেকিং, বকখালিতে RTPCR রিপোর্ট থাকা বাধ্যতামূলক
দার্জিলিং (Darjeeling), দিঘা (Digha), বীরভূমের (Birbhum) পর এবার বকখালি (Bakkhali)। বকখালিতে যেতে আরটিপিসিআর (RTPCR) নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। অথবা ভ্য়াকসিনের জোড়ো ডোজের শংসাপত্রও লাগবে পর্যটকদের। নামখানায় পুলিশের নাকা তল্লাশি। অথবা ভ্য়াকসিনের (Vaccine) জোড়া ডোজের শংশাপত্রও লাগবে পর্যটকদের।
অন্য়দিকে, নাইট কার্ফুর (Night Curfew) মধ্যেই বিনা কারণে রাস্তায়। গ্রেফতার ১০। বিধাননগর দক্ষিণ থানা এলাকায় নাকা তল্লাশিতে গ্রেফতার করা হল ১০ জনকে। আটক করা হয়েছে দুটি গাড়ি এবং বাইক। এদিকে, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সতর্ক প্রশাসন। রাত ৯টার পর জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – রাতভর কলকাতার (Kolkata) কোথায় কেমন কড়াকড়ি সেই ছবি ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়। অনেক জায়গাতে দেখা গেল বিধি ভেঙে মাস্ক না পরে রাতের রাজপথে বেড়িয়েছেন মানুষজন। পার্ক সার্কাসে (Park Circus) রাত ১টার পর চায়ের দোকানে চলল আড্ডা। চিংড়িঘাটায় প্রয়োজন ছাড়া বেরোলেই সতর্ক করা হল পুলিশের তরফে।