Covid Update: রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণের হার
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৯৭। রাজ্যে একদিনে করোনায় ১৭ জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৮ শতাংশ। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা।
জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা ঘুরে যাওয়ার পরেই ফের কেশপুরে (Keshpur) রাজনৈতিক অশান্তি। জরিমানা দিতে অস্বীকার করায়, সালিশি সভায় নিয়ে গিয়ে বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বিরোধী দল করায় ভোটের আগে বিজেপি কর্মী সইদুল রহমানকে হাজার পাঁচেক টাকা জরিমানা ধার্য করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এরপর ভোটের ফল ঘোষণার পর দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন ওই বিজেপি কর্মী। সালিশি সভায় তুলে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী।
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)