COVID Update: 'অপ্রতুলতাই কম্প্রোমাইজ করতে বাধ্য করছে', কোভিশিল্ডের দুই ডোজের ব্যবধান বাড়ানো নিয়ে প্রতিক্রিয়া ডা.দীপ্তেন্দ্র সরকারের
দেশজুড়ে করোনা (Corona) ভ্যাকসিনের তীব্র সঙ্কট। এই পরিস্থিতিতে কোভিশিল্ডের (Covishield) প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়সীমা বাড়ানোর প্রস্তাব। ১২ থেকে ১৬ সপ্তাহ ব্যবধান বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারি প্যানেলে। কোভ্যাকসিনের (Covaxin) ক্ষেত্রে দুটি ডোজের সময়সীমা বাড়ানো নিষ্প্রয়োজন। করোনা আক্রান্ত হলে ভ্যাকসিন পড়ে নেওয়ার পরামর্শ। সুস্থ হয়ে ওঠার ৬ মাস পর টিকা নেওয়ার পরামর্শ সরকারি প্যানেলের। এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার (Diptendra Sarkar) বলেন, "এর মধ্যে নিশ্চয় কোনও যুক্তি রয়েছে। ল্যানসেটের প্রতিবেদন অনুযায়ী কিন্তু ১২ সপ্তাহ পর্যন্ত এর ইমিউনিটি থাকে কিন্তু তারপর কী হয় সেই ব্যাপারে কোম্পানির তরফে কিছু বলা হয়নি বলেই আমি জানি। তবে যারা এটা বলছেন, তাঁরা নিশ্চয় পরিসংখ্যান দেখেই বলছেন। ভ্যাকসিনের অপ্রতুলতা এটা করতে বাধ্য করছে বলে মনে হচ্ছে।"