Bengal Top Stories: ৭২ দিন পর রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ নামল ৩ হাজারের নিচে
নবমের বার্ষিকের বিষয়ভিত্তিক অর্ধেক নম্বর, সঙ্গে দশমের অভ্যন্তরীণ মূল্যায়নে প্রাপ্ত নম্বরের পাঁচগুণ যোগ করে জুলাইয়ের মধ্যে তৈরি হবে মাধ্যমিকের (Madhyamik Examination) মার্কশিট। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার সংস্থান। মাধ্যমিক থেকে একাদশের বার্ষিক, সঙ্গে প্রজেক্ট বা প্র্যাক্টিক্যালের নম্বর - তিন মিলিয়ে উচ্চ মাধ্যমিকের (High Secondary) মার্কশিট। ২৩ জুনের মধ্যে স্কুলকে নম্বর দিতে বলল সংসদ। মাধ্যমিকের মতোই রইল পরীক্ষার সংস্থান। নন্দীগ্রাম ভোটের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি পিছিয়ে বৃহস্পতিবার। মামলাকারীকে এজলাসে উপস্থিত থাকতে হয়, বললেন বিচারপতি। আইন অনুযায়ী পদক্ষেপ, জানালেন তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) আইনজীবী। নন্দীগ্রাম (Nandigram) মামলার বিচারপতিকে নিয়ে তোলপাড়। দিলীপের (Dilip Ghosh) সঙ্গে ছবি পোস্ট করে পরপর তৃণমূল নেতার ট্যুইট। এজলাস বদলের আবেদন। ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে ভর্ৎসিত রাজ্য। অভিযোগ উঠলে প্রথমে অস্বীকার। পুলিশ কিছুই করছে না বলে পর্যবেক্ষণ। পরিস্থিতি খতিয়ে দেখতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনকে সহযোগিতার নির্দেশ। ৩০ জুন পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে (Supreme Court) ভোট পরবর্তী হিংসার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। মামলা যাবে অন্য বেঞ্চে। ৭২ দিন পর রাজ্যে দৈনিক সংক্রমণ নামল ৩ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৭৮৮। মৃত্যু ৫৮ জনের। ৯১ বছরে দৌড় থামল মিলখা সিংহের (Milkha Singh)। করোনামুক্তির পরেও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। চারবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ানের প্রয়াণে শোকের ছায়া। শোকপ্রকাশ মোদি-মমতার।