ফটাফট: জোট নিয়ে ফের মঙ্গলবার বৈঠকে বাম-কংগ্রেস ও অন্য খবর
ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। আজ থেকে কলকাতায় প্রতি ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হল ৭৯৫ টাকা ৫০ পয়সা। আজ থেকে সিদ্ধান্ত কার্যকর। এবার দিলীপ ঘোষের মুখে 'খেলা হবে' স্লোগান। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। পথচারীদের বেশে হামলা চালানো হয়েছে বাবু মাস্টারের ওপর, অনুমান পুলিশের। বক্তা তালিকায় না থাকলেও কীভাবে ৪ মিনিটের ভাষণ? দীনেশের (Dinesh Trivedi) ইস্তফার ঘোষণায় তদন্ত চেয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি তৃণমূলের (TMC)। রাজনৈতিক ভুল তৃণমূলের, পাল্টা বিজেপি (BJP)। জোট নিয়ে ফের মঙ্গলবার বৈঠকে বসছে বাম-কংগ্রেস। গ্রেটা থুনবার্গের টুলকিট শেয়ার করে বেঙ্গালুরু থেকে গ্রেফতার ২১ বছরের পরিবেশকর্মী। 'বাড়িতে থাকলে ওই কৃষকরা মরতেনই', আন্দোলনরত কৃষকদের নিয়ে অসংবেদনশীল মন্তব্য বিজেপি শাসিত হরিয়ানার (Haryana) কৃষিমন্ত্রীর। মন্ত্রীসভা থেকে তাঁকে বরখাস্ত করা উচিৎ, দাবি কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার। ভ্যালেন্টাইন্স ডে'তে পার্টি চলাকালীন ভোপালের রেস্তরাঁয় ঢুকে তাণ্ডব শিবসেনার (Shivsena)। তিন মহিলা-সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের।
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)