Death in Police Custody : পুলিশ হেফাজতে চুরির অভিযোগে আটক তরুণের মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র বরাকর, ফাঁড়িতে তাণ্ডব, আগুন, ইটবৃষ্টি
চুরির অভিযোগে আটক অভিযুক্তের পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ কুলটির বরাকর। পুলিশ ফাঁড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খণ্ডযুদ্ধ। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে বরাকর ফাঁড়ির ইনচার্জ ও কুলটি থানার এক এসআই-কে সাসপেন্ড করা হয়েছে, জানিয়েছেন আসানসোল কমিশনারেটের পুলিশ কমিশনার। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। চুরির অভিযোগে ২১ বছরের ওই তরুণকে আটক করে বরাকর ফাঁড়ির পুলিশ। পুলিশের দাবি, গভীর রাতে ওই তরুণ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। খবর জানাজানি হতেই সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় বরাকর পুলিশ ফাঁড়ি। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অত্যাচারেই মৃত্যু হয় ওই তরুণের।
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)