Lightning Death: আজ মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক
বজ্রাঘাতে রাজ্যের ৮ জেলায় ৩২ জনের প্রাণহানি। এই পরিস্থিতিতে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে আজ দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।কেউ গেছিলেন জল আনতে...
কেউ মেঘ দেখেই ছুটেছিলেন ফসল তুলতে! কেউ বা দাঁড়িয়েছিলেন রাস্তার মোড়ে! কয়েক সেকেন্ডের বিদ্যুৎ ঝলকানিতে সব শেষ! রাজ্যজুড়ে বজ্রাঘাতে মৃত্যুমিছিল!
এই পরিস্থিতিতে, ঝড়-বৃষ্টির সময় নিরাপদস্থানে থাকার অনুরোধ করে মঙ্গলবার সিঙ্গুর বাজার ও বেশ কিছু এলাকায় প্রশাসনের তরফে মাইকে প্রচার চালানো হয়। বজ্রাঘাতে মৃত্যুতে পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য আগেই ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এদিন রাজ্য সরকারের তরফে বেশকয়েকটি পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের তৃণমূল বিধায়ক করবী মান্না!
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)