Mamata Banerjee on WB Conona: রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ, ২.১২ কোটি মানুষের টিকাকরণ: মমতা
করোনা (Covid) নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কোভিড যোদ্ধাদের ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘দৈনিক করোনা সংক্রমণ আগে ২২ হাজারের মতো ছিল। সেটা কমে গোটা রাজ্যে দেড় হাজারের কাছাকাছি হয়েছে। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ হয়ে গেছে। ২.১২ কোটি মানুষকে রাজ্যে কোভিড ভ্যাকসিন (Vaccine) দেওয়া হয়েছে। ৪০ লক্ষ সুপার স্প্রেডারদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতিতে যে বিধিনিষেধ রয়েছে তা এখন বহাল থাকবে। অনেকেই এখনও মাস্ক পরেন না, সামাজিক দূরত্ব মানছেন না। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলা কিন্তু বাধ্যতামূলক। তৃতীয় ঢেউ যেন রাজ্যের ক্ষতি না করতে পারে সেই জন্য মানুষকে সচেতন হতে হবে। ৫০ শতাংশ কর্মীদের নিয়ে বিভিন্ন অফিস খোলা যাবে। যে কর্মীরা অফিসে যাবেন তাঁদের ভ্যাকসিনেশন বাধ্যতামূলক। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংস্থাকেই করতে হবে।