Mamata Banerjee PC: 'কোভ্যাক্সিন সার্টিফিকেট বিদেশে গ্রাহ্য হচ্ছে না', পড়ুয়াদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে মন্ত্রিসভায় ছাড়পত্র মিলেছে। আগামী ৩০ জুন এই প্রকল্পটি সরকারিভাবে লঞ্চ হবে। আজ ক্যাবিনেটে এটি পাশ হয়েছে। এই টাকায় স্নাতক, স্নাতকোত্তর, পেশা, ডিপ্লোমা কোর্স, ডক্টরাল, পোস্ট ডক্টরাল স্তরের গবেষণার খরচ প্রভৃতি জায়গায় এই কার্ডটি প্রযোজ্য হবে। সরকার হল এই কার্ডের গ্যারেন্টার। যাঁরা পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছর বাস করছেন তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। চাকরি পাওয়ায় পর ১৫ বছরের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পড়ুয়ারা। ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে।" এদিন মুখ্যমন্ত্রী জানান, "কো-ভ্যাক্সিনের সার্টিফিকেট বিদেশে গ্রাহ্য হচ্ছে না। সমস্যায় পড়ছেন দেশের পড়ুয়ারা। এজন্য প্রধানমন্ত্রীকে অবিলম্বে হস্তক্ষেপের অনুরোধ করে চিঠি পাঠিয়েছি। উচ্চশিক্ষার জন্য লোন নেওয়া যাবে স্টুডেন্স ক্রেডিট কার্ডে। ভ্যাকসিনের মতোই কাশ্মীর নিয়ে দেশের বদনাম হয়েছে। কাশ্মীরেরে মানুষের স্বাধীনতা খর্ব করলে চলবে না। গত ২ বছর ধরে কাশ্মীরে কেউ যেতে পারছেন না। বিজেপি শুধু দেশপ্রেমিক বাকি সবাই দেশদ্রোহী? যাঁরা গঙ্গায় দেহ ভাসিয়ে দিচ্ছে, তাঁদের মুখ বড় কথা মানায় না। কৃষকদের দাবি ন্যায়সঙ্গত, ৩ কালো কৃষি আইন প্রত্যাহার করতে হবে। আগে উপনির্বাচন নিয়ে কমিশন সিদ্ধান্ত নিক। ভোট নিয়ে আমার কোনও ভয় নেই। বিধাসভায় যে কেউ পিএসি-র চেয়ারম্যান পদে সমর্থন করতে পারে। শুক্রবার থেকে করোনা বিধি মেনেই চালু হবে বিধানসভা।"