Mamata Banerjee's Speech: ১৬ অগাস্ট খেলা দিবস পালন, ঘোষণা মমতার
কোনও রাখঢাক কিংবা পরোক্ষে বার্তা নয়, ২১ জুলাইয়ের ভার্চুয়াল মিটিং থেকে সরাসরি দেশজুড়ে বিজেপি বিরোধী জোট গঠনের ডাক দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। কালীঘাট থেকে যখন তৃণমূল নেত্রী ভার্চুয়াল ভাষণ দিচ্ছেন তখন দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে তৃণমূলের (TMC) আমন্ত্রণে উপস্থিত হয়ে তাঁর বক্তব্য শুনলেন কংগ্রেসের পি চিদম্বরম। দিগ্বিজয় সিংহ থেকে শুরু করে এনজেপির শরদ পাওয়ার, সমাজবাদীর পার্টির রামগোপাল যাদব, আরজেডির মনোজ ঝাঁ থেকে শুরু করে শিবসেনা, শিরোমণি আকালি দল, টিআরএস-এর নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। আর তাঁদের উদ্দেশেই বারবার তৃণমূল নেত্রী স্পষ্ট ভাষায় বললেন বিজেপিকে হঠাতে হলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে এখন থেকেই জোট বাঁধতে হবে। আর শুধু এখানেই থামেননি তিনি। আরও এক ধাপ এগিয়ে তাঁর আসন্ন দিল্লি সফরের সময় বিরোধী দলের নেতাদের একজোট করে বৈঠকের ডাকারও আহ্বান জানান মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)।
হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে চলল গুলি, মৃত ২ জন। ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার পর বাড়ি ফিরছিল তৃণমূল সমর্থকরা। বাড়ি ফেরার পথে তৃণমূল সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ। ৭-৮ জন গুলিবিদ্ধ, মৃত ২। সংঘর্ষের মাঝে পড়ে গিয়ে মৃত ১ বৃদ্ধা। হাসপাতালে মৃত্যু ১ গুলিবিদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি ৬ জন। ৬ জনের মধ্য়ে ৫ জন গুলিবিদ্ধ।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় আগামীকাল আরও ৮ পুলিশ কর্মীকে ভবানীভবনে তলব করা হল। সিআইডি (CID) সূত্রে খবর, প্রাক্তন দেহরক্ষীর ব্যাপারে ওই ৮ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি আগামীকালই ফের তলব করা হয়েছে কাঁথি থানার তৎকালীন আইসিকে।