Morning Headlines: রাজ্যসভায় বাজেটের জবাবি ভাষণেও বাংলাকে আক্রমণে Narendra Modi, বিধানসভা থেকে পাল্টা দিলেন Mamata Banerjee-ও
ভোটের মুখে সাড়ে আট হাজার ক্লাবকে ৮৩ কোটির অনুদান দিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। লাভ নেই, পাল্টা বিজেপি (BJP)। জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে দুই দলত্যাগী বিধায়ক। মুখ্যমন্ত্রীকে প্রণাম করলেন বিশ্বজিৎ, উন্নয়ন নিয়ে কথা বলার দাবি সুনীলের। পড়ে হাজির হেস্টিংসে বিজেপির সম্বর্ধনা সভায়। রাজ্যসভায় জবাবি ভাষণেও মোদির (Narendra Modi) মুখে বাংলা। তৃণমূলের ওয়াক আউটের পরেই ডেরেককে কটাক্ষ। ভোটের মুখে টার্গেট করা হচ্ছে বাংলাকে।
বেড়ে গেছে দরদ। বিধানসভায় জবাবি ভাষণে মোদিকে পাল্টা আক্রমণে মমতা। বিপুল ভোটে জিতে বহুদিন ক্ষমতায় থাকার দাবি। রাজনীতির জন্যই কিষাণ নিধি সম্মান থেকে বঞ্চিত বাংলা। সংসদে ফের তৃণমূলকে আক্রমণে মোদি। মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী। এমন নিষ্ঠুর সরকার আগে দেখিনি, পাল্টা মমতা। দুর্নীতি, দুর্বৃত্তায়নে নয়, উন্নয়নের রাজনীতিতেই আস্থা বাংলার। হলদিয়ার জনসভার ভিডিও ট্যুইট মোদির।
সরকারি অনুষ্ঠানে রাজনীতি লজ্জার, কটাক্ষ সৌগতর (Saugata Roy)। মুর্শিদাবাদে বিজেপির রথযাত্রা ঘিরে সংঘাত। পুলিশের বাধার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ। পড়ে প্রশাসনের নির্ধারিত পথেই রথযাত্রা। শুধুই বিরোধীদের বাধা, কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)। তদন্ত শুরুর ১৪১ দিনের মাথায় গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) সিবিআইয়ের (CBI) চার্জশিট। ৭ দিনের বিরুদ্ধে চার্জশিট।
তুষারধসে বিপর্যস্ত দেবভূমি। বিচ্ছিন্ন ১০টিরও বেশি গ্রাম। ২৬ জনের মৃতদেহ উদ্ধার। নিখোঁজ বাংলার ৫। সুড়ঙ্গে অনেকের আটকে থাকার আশঙ্কা।
রিহানা-থুনবার্গদের পাল্টা ট্যুইট। লতা, সচিনদের ট্যুইট নিয়ে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের।