Morning Headlines: আজ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নেবেন Mamata Banerjee
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে আজ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে (Nabanna) গার্ড অফ অনার। কালীঘাটের বাড়িতে মুখ্যসচিব, ডিজি-র সঙ্গে বৈঠক। কাল বিধায়কদের শপথ গ্রহণ করাবেন স্পিকার। কোভিড বিধি মেনে রাজভবনে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে কম অতিথি। আমন্ত্রিতদের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), আমন্ত্রণ বুদ্ধদেব ভট্টাচার্য থেকে দিলীপ, অধীর, প্রদীপ, মান্নান। থাকবেন অভিষেক (Abhishek Banerjee), প্রশান্ত কিশোর। ভরাডুবির পরেই তথাগতর (Tathagata Roy) নিশানায় তারকা প্রার্থীরা। ভোটের আগে মদনের সঙ্গে শ্রাবন্তী, পায়েলদের হোলি খেলার প্রসঙ্গ টেনে আক্রমণ। গুণ নেই, হেরে ভূত। কারা টিকিট দিয়েছিল? প্রশ্ন তুলে কৈলাস, দিলীপ, অরবিন্দদের কটাক্ষ। বিজেপির টিকিট পেলে ভোটের জন্য প্রচুর টাকা পাওয়া যায়। নেপথ্যে কী উদ্দেশ্য? তথাগতর ট্যুইটে প্রকাশ্যে বিজেপির (BJP) গৃহযুদ্ধ। টাকা নিয়েছি, প্রমাণ করে দেখান, পাল্টা শ্রাবন্তী। পালানোর রাজনীতি করি না, জবাব দিলীপের। বেলাগাম করোনা (Corona)। একদিনে রাজ্যে আক্রান্ত সাড়ে ১৭ হাজার পার। মৃত ১০৭।