Nandigram: 'নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি', চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা
নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় কারচুপি হয়েছে। এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দায়ের করেছেন ইলেকশন পিটিশন। গণনায় কারচুপির পাশাপাশি নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছেন তিনি। আজ সকাল ১১টায় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে শুনানির সম্ভাবনা। এনিয়ে ট্যুইটার হ্যান্ডেলে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
এনিয়ে টুইটার হ্যান্ডলে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করেছে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, আপনি কীভাবে দু’বার একটি নির্বাচনে হারবেন? প্রথমত, জনতার রায়ে আপনি হেরেছেন। তারপর সেই হার মেনে নিতে না পেরে জনতার রায়কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজয়ের অপমান দ্বিতীয়বার সহ্য করতে দেখাটা খুব মজার হবে।