Petrol-Diesel Costlier: আরও বেড়ে কলকাতায় ৯৯ ছুঁইছুঁই পেট্রোল, ৯২ ছাড়াল ডিজেলও
কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দামও। আজ কলকাতায় লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৩ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের
শ্রীনগরে সেনা-জঙ্গি সংঘর্ষে লস্কর কম্যান্ডার। নিহত পাকিস্তানের শীর্ষস্থানীয় লস্কর কম্যান্ডার। উদ্ধার হয়েছে অস্ত্র। আহত ৩ ভারতীয় জওয়ান। শ্রীনগরের মালুরা পারিমপুরা এলাকায় অভিযান। অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এলাকায় চলছে চিরুনি তল্লাশি।
কাঁথি (Contai) সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ইস্তফার দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। শাসক দলের ভূমিকাকে কটাক্ষ বিজেপির। শুভেন্দু অধিকারীকে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।
১ জুলাই থেকে ৫০% যাত্রী নিয়ে চলবে সরকারি, বেসরকারি বাস (Bus), অটো (Auto), টোটো। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন(Local Train), মেট্রো (Metro)। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় থাকছে কড়াকড়ি। করোনা (Corona) বিধি মেনে বৃহস্পতিবার থেকে দিনে সাত ঘণ্টার জন্য খুলছে সেলুন, পার্লার। জিম খোলা আট ঘণ্টা। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে বাজার। ১১ থেকে ৯ ঘণ্টা বাকি দোকান খোলায় অনুমতি।