Bankura Rathyatra 2021: চাকা গড়াল না বিষ্ণুপুরের মল্ল রাজাদের রথের, গোপাল দর্শনেই মন ভরালেন ভক্তরা
করোনা (Corona) আবহে বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur) মল্ল রাজাদের রথের চাকা গড়াল না। পুজাপাঠের পর একটি ছোট রথকে টানা হয়। এবার জাঁকজমক না থাকলেও, রথযাত্রা উপলক্ষে ভক্তসমাগম ভালোই হয়েছিল। রথের রশিতে টান দিতে না পারলেও রাধামাধব গোপাল জিউকে দর্শন করেন ভক্তরা। পাশাপাশি, করোনা আবহে এবারও ভক্তশূন্য পুরীর (Puri) রথযাত্রা। প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। হচ্ছে না মাহেশের (Mahesh) রথযাত্রাও। তবে বিশেষ পূজার্চনা হবে। এবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। তার বদলে, নারায়ণ শিলাকে নিয়ে প্রথমে পদব্রজে রথের চারপাশে ঘোরানো হবে। এরপর নিয়ে যাওয়া হবে ১ কিলোমিটার দূরে মাসির বাড়িতে। মন্দির চত্বরে তৈরি করা হয়েছে অস্থায়ী মাসির বাড়ি। সেখানেই রাখা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)