Sukhendu Sekhar Roy PC: 'প্রতারক দেবাঞ্জন দেবের রক্ষী রাজভবনে কেন?', ধনকড়ের সঙ্গে ছবি প্রকাশ করে সরব সুখেন্দু
আজ সাংবাদিক বৈঠক করে সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, "প্রতারক দেবাঞ্জন দেবের রক্ষী রাজভবনে কেন? ঘনিষ্ঠতার গুরুত্ব আপনারা বুঝতেই পারছেন। তদন্তকারীদের গোচরে বিষয়টি আনছি, আসল তথ্য আসুক। রাজ্যপালের সঙ্গে প্রতারকের দেহরক্ষীর যোগ থাকলে তা দেশের পক্ষে ভয়ঙ্কর। আসল তথ্য সামনে আসুক।"
ভুয়ো IAS (Debanjan Deb) প্রসঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, "বিভিন্ন জেলায় বিভিন্ন পোস্টে আছেন এমন মানুষ বেআইনিভাবে লাল বাতি ব্যবহার করছে। প্রশাসন যতটা পেরেছে ধরেছে কিন্তু সব জায়গায় প্রশাসনের পক্ষে সম্ভব নয়, তাহলে আর দেবাঞ্জন দেব ঘুরে বেড়ায় কী করে! দিলীপবাবু বলেছেন, দেবাঞ্জনরা কোথায় আছে আমরা নাকি জানি। হ্যাঁ, দিলীপবাবু তো জানবেনই কারণ ওরাই তো দেবাঞ্জনদের ঢুকিয়েছেন। ওঁদের রেড (Raid) করলেই দেবাঞ্জনদের তালিকা পাওয়া যাবে।" পাল্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "আমরা ওঁর অনেক নাটক দেখেছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে জোকার আছে, তাদের মধ্যে মদন মিত্র (Madan Mitra) একজন। তাই উনি কী বলেন, বাংলার কোনও লোক গুরুত্ব দেন? উনি কী সেই সময় ঠিক ছিলেন? রাতে বলেছেন না দিনে বলেছেন? মদন মিত্রকে নিয়ে কেউ চিন্তাভাবনা করে না। সবার বিরুদ্ধে তদন্ত হোক।"