Death Of Suvendu Adhikari's Former Bodyguard: শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু, ৩ বছর পর FIR দায়ের স্ত্রীর, তদন্তে CID
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়িতে CID। তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন তুলে কাঁথি থানায় FIR করেছেন মৃতের স্ত্রী। আগেই তদন্তভার নিয়েছে CID। গতকাল বিরোধী দলনেতার বাড়িতে যান গোয়েন্দারা। শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী তাঁর এফআইআর-এ জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর সন্ধে অবধি কাঁথি হাসপাতালেই রাখা হয় তাঁর জখম স্বামীকে৷ এরপর তাঁকে কলকাতায় অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরেরদিন অর্থাত ১৪ জুলাই মৃত্যু হয় শুভেন্দুর দেহরক্ষীর। সরকারিভাবে দাবি করা হয়, তিনি আত্মহত্যা করেছেন ৷
৩ বছর পরে, স্বামীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে, খুনের অভিযোগে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথি (Contai) থানায় FIR করেন মৃত পুলিশ কনস্টেবল শুভব্রত চক্রবর্তীর (Subhabrata Chakraborty) স্ত্রী। শুভেন্দু অধিকারীর নাম করে অভিযোগপত্রে প্রশ্ন তোলা হয়, শুভেন্দু অধিকারীর দেহরক্ষী হওয়া সত্ত্বেও, অ্যাম্বুল্যান্স পেতে কেন দেরি হয়েছিল? কেন কলকাতায় স্থানান্তর করতে বিলম্ব হল? অভিযোগপত্রে শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী দাবি করেন, "শুভেন্দু শক্তিশালী। সবাই ওনার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। তাই সেই সময় আমিও কিছু বলে উঠতে পারিনি।"