Swasthya Sathi: স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অ্যাডভাইসরি রাজ্য স্বাস্থ্য দফতরের | Bangla News
স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালগুলির জন্য অ্যাডভাইসরি। অ্যাডভাইজারি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালের ক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতামূলক করা হয়েছে অ্যাডভাইসরিতে। স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে তাহলে হাসপাতাল থেকেই বানিয়ে দেওয়া হবে কার্ড। একই নিয়ম লাগু সরকারি হাসপাতালের পিপিপি মডেলের ডায়গনোস্টিক সেন্টারের ক্ষেত্রেও। স্বাস্থ্য সাথী প্রকল্পের ১৯০০ প্যাকেডের বাইরে টাকা নিচ্ছে বেসরকারি হাসপাতাল। প্যাকেজ বহিভূর্ত টাকা নেওয়া যাবে না। স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে ভর্তি রোগীকে দিতে হবে জেনেরিক ওষুধ। প্রতিস্থাপন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারি রেটে বিল করতে হবে। অ্য়াডভাইসরি জারি রাজ্য স্বাস্থ্য দফতরের। ভিন রাজ্য ও অন্য দেশ থেকে এসে বাংলায় চিকিৎসা করে চলে যাচ্ছেন মানুষ। সরকারি হাসপাতাল থেকে বিনা পয়সায় চিকিৎসা করিয়ে চলে যাচ্ছেন মানুষ। কারা বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন, থাকুন নজরদারি। স্বাস্থ্যভবন সূত্রে খবর।