Tabassum Ara Controversy: আসানসোল ভ্যাকসিন কাণ্ডে রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর
আসানসোল (Asansol) ভ্যাকসিন (Covid Vaccine) কাণ্ডে রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যকর্মী না হয়েও কীভাবে ভ্যাকসিন দিলেন বিদায়ী মেয়র, সিএমওএইচ-এর কাছে তথ্য জানতে চাইল স্বাস্থ্য দফতর (Health Department)। প্রসঙ্গত, আসানসোলে ভ্যাকসিন ক্যাম্পে গিয়ে নিজের হাতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী তবসসুম আরা (Tabassum Ara)। পুরসভার ভ্যাকসিন ক্যাম্পে আচমকাই এক মহিলাকে তিনি ভ্যাকসিন দেন। চিকিৎসক নন তবসসুম, নেই কোনওরকম নার্সিং প্রশিক্ষণও। এভাবে ভ্যাকসিন দেওয়া অনুচিত, মন্তব্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের। ভ্যাকসিন দেওয়ার কথা অস্বীকার করেছেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তবসসুম আরা। তিনি বলেন, ‘আমি ভ্যাকসিন দিইনি। আমি শুধু ভ্যাকসিনের ইনজেকশনটি হাতে ধরেছি।’ তৃণমূল নেত্রীর এই আচরণের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী নেতারা। ঘটনার তদন্ত ও শাস্তি দাবি করেছে বিজেপি (BJP)।