ED Raid:চিটফান্ড মামলায় প্রভাবশালী-যোগ খুঁজতে ইডি-র হাতে গ্রেফতার প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলে
ABP Ananda Live: চিটফান্ড মামলায় প্রভাবশালী-যোগ খুঁজতে এবার ইডি-র হাতে গ্রেফতার প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলে। গতকাল দিনভর তল্লাশি চালিয়ে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বাবা বাসুদেব বাগচীকে গ্রেফতার করেছে ইডি। মুম্বই থেকে ছেলে অভীক বাগচীকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। অভীককে আজই নিয়ে আসা হবে কলকাতায়। ১৯৯৭ সালে দিল্লি থেকে ব্যবসা শুরু করে প্রয়াগ গোষ্ঠী। ইডি-র দাবি, এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। এর মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা প্রয়াগ গোষ্ঠা ফেরত দেয়নি বলে অভিযোগ।
উত্তাল বাংলাদেশ। উত্তেজনায় ফুটছে পড়শি দেশ। হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার ও জামিন নাকচ করে দেওয়ার পর সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ প্রবল হয়েছে। ইসকনও ভারত সরকারকে পদক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতিতে কড়া বিবৃতি দিয়েছে ভারত। উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুঠপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, দেবতা ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে।