Bengal Weather Report: উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস, হালকা বৃষ্টি দক্ষিণে
বঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এছাড়াও উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে অসম (Assam) পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তা বিহার (Bihar) ও উত্তরবঙ্গের (North Bengal) ওপর বিস্তৃত। এই দু’য়ের জেরে উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাল ও শনিবার জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ারে (Alipurduar) লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস রয়েছে নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম (Birbhum) ও পশ্চিম বর্ধমানে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
এদিকে, করোনায় (Corona) মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতেই হবে, গতকাল একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই সংক্রান্ত রূপরেখা ঠিক করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে ৬ সপ্তাহ সময় দিয়েছে আদালত।