(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Corona: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১,৪২২, মৃত ২৩
রাজ্যে একদিনে করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে করোনা আক্রান্ত ১,৪২২ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১৫৮। ৮ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১৩৭।
করোনাকালে সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত রাজ্যের। ‘অর্থ দফতরের অনুমতি ছাড়া অন্য কোনও খরচ নয়। কোভিডে বেড়েছে খরচ, তাই এই সিদ্ধান্ত, জানাল অর্থ দফতর।
অ্যান্টিবডি ককটেলের (Antibody Cocktail) পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রাজ্যের চারটি সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে হবে পরীক্ষামূলক প্রয়োগ। যার মধ্যে রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ, বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। করোনা হওয়ার ঝুঁকি আছে কিংবা মৃদু উপসর্গে এটির প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফলাফল ইতিবাচক হলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে। এই ওষুধ দেওয়া হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইতিমধ্যেই কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে এর প্রয়োগ শুরু হয়েছে। সরকার পরীক্ষামূলক প্রয়োগের ফল নথিভুক্ত করতে চাইছে। পরবর্তীকালে করোনা চিকিৎসার প্রোটোকলে অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। সেই কারণেই পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।