West Bengal Election 2021: কর্মী-সমর্থকদের ক্ষোভ প্রশমনে চার কেন্দ্রের প্রার্থী বদল TMC-র
৪টি কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। এই চার কেন্দ্র হল নদিয়ার কল্যাণী, উত্তর ২৪ পরগনার অশোকনগর ও আমডাঙা এবং বীরভূমের দুবরাজপুর।
নদিয়ার কল্যাণী কেন্দ্রে প্রার্থী হলেন অনিরুদ্ধ বিশ্বাস। আগে এখানে রমেন্দ্রনাথ বিশ্বাসের নাম ঘোষণা করা হয়।
উত্তর ২৪ পরগনার অশোকনগর কেন্দ্রে প্রার্থী হলেন নারায়ণ ঘোষ। আগে এখানে প্রার্থী হিসাবে ধীমান রায়ের নাম ঘোষণা করা হয়।
উত্তর ২৪ পরগনায় আমডাঙা কেন্দ্রে প্রার্থী হলেন রফিকুর রহমান। এর আগে এই কেন্দ্রে মোস্তাক মোর্তাজার নাম ঘোষণা করা হয়।
দুবরাজপুরের তৃণমূল প্রার্থী হলেন দেবব্রত সাহা। দুবরাজপুরের তৃণমূল প্রার্থী ছিলেন অসীমা ধীবর।
শুধু শাসক দল নয়, প্রার্থী বদল করেছে বিজেপিও। আলিপুরদুয়ারে প্রার্থী বদল করেছে গেরুয়া শিবির।
আলিপুরদুয়ারে আগে এই কেন্দ্রে অশোক লাহিড়ির নাম ঘোষণা করা হলেও পরে সুমন কাঞ্জিলালকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করে।
জেলা বিজেপি সভাপতির দাবি, নতুন প্রার্থীর নাম ঘোষণার পর ওই কেন্দ্রের বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ভালই সাড়া পড়েছে।
এর আগে যাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছলি, সেই অশোক লাহিড়ির রাজ্যের ভোটার তালিকায় নাম নেই বলে বিজেপি সূত্রে খবর।