Supreme Court: 'তফশিলি জাতি-উপজাতিদের মধ্যে অনগ্রসরদের আলাদা করা যাবে', ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের | ABP Ananda LIVE
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। 'তফশিলি জাতি-উপজাতিদের মধ্যে অনগ্রসরদের আলাদা করা যাবে। শ্রেণির মধ্যে উপ শ্রেণি তৈরি করতে পারবে রাজ্যগুলি। সবথেকে অনগ্রসররা সংরক্ষণের বাড়তি সুবিধা পাবেন', জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের প্রশ্নে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, তফশিলি জাতি এবং উপজাতিদের মধ্যে থেকে অনগ্রসরদের আলাদা করা যাবে। শ্রেণির মধ্যে উপশ্রেণি তৈরি করতে পারবে রাজ্যগুলি। সব চেয়ে অনগ্রসর যাঁরা, সংরক্ষণের বাড়তি গুরুত্ব পাবেন, জানিয়ে দিল আদালত। (Supreme Court)
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চের ছয় বিচারপতিই এতে সায় দেন। ভিন্ন মত পোষণ করেন একজন। ৬:১ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ বিচারপতি রায়ে তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে অনগ্রসররা সংরক্ষণে বাড়তি গুরুত্ব পেলেন। (Supreme Court on Quota)
এই মুহূর্তে দেশে তফশিলি জাতির জন্য ১৫ শতাংশ সংরক্ষণ রয়েছে। তাঁদের মধ্যে যাঁরা সবচেয়ে অনগ্রসর, তাঁদের সংরক্ষণে বাড়তি গুরুত্ব দেওয়ার পক্ষেই এদিন সায় দিয়েছে আদালত। এর আগে, ২০০৬ সালে পঞ্জাব সরকার এমন পন্থা নিয়েছিল। সরকারি চাকরিতে তফসিলিদের জন্য সংরক্ষণে বাল্মীকি এবং মজহবি শিখগের প্রাধান্য দেওয়া হয়।