Sir News: বিহারে SIR নিয়ে আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি
ABP Ananda LIVE : বিহারে এসআইআর নিয়ে আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় আধার, অবস্থান স্পষ্ট নির্বাচন কমিশনের। পাল্টা সর্বোচ্চ আদালতে বক্তব্য জমা মূল মামলাকারীর।
ছিনতাইয়ের অভিযোগে ধৃত যুব তৃণমূল নেতা? এবার এমনই অভিযোগ তুলল বিজেপি। শনিবার আসানসোল দক্ষিণ থানার সাতাইশা মোড়ে চালের দোকানের ২ কর্মীর কাছ থেকে ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে আজ চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্য়েই একজন সরবন মণ্ডল। বিজেপির দাবি, এই ব্য়ক্তি কুলটির যুব তৃণমূল নেতা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্য়দিকে ঘটনায় চারজনকে গ্রেফতারের পাশাপাশি দু'লক্ষ টাকা, একটি আগ্নেয়াস্ত্র এবং মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
রাজ্যজুড়ে ডেঙ্গি প্রকোপের মধ্যেই বাড়ছে ভাইরাল ফিভার আক্রান্তের সংখ্যা। অতি সংক্রামক ভাইরাস, মত চিকিৎসকদের। আক্রান্তের সংখ্যা বাড়তেই হাসপাতালে বেডের আকাল। ডেঙ্গির দোসর সংক্রামক জ্বর!

















