TMC News: TMCP-র প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, পরীক্ষা সূচি নিয়েও আপত্তি TMCP-র
ABP Ananda LIVE: TMCP-র প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। ২৮ অগাস্ট দুপুর ২ থেকে স্নাতকোত্তরের পরীক্ষা। পরীক্ষা সূচি নিয়েও আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের। 'দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল', পরীক্ষা সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেনজির আক্রমণ TMCP-র রাজ্য সভাপতির। 'পরীক্ষা দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয়। দল দেখতে গেলে তো, সব দল দেখে পরীক্ষা করাতে হবে। দলের অনুষ্ঠানকে বিচার করে পরীক্ষা ফেলতে হবে এটাই তো অগণতান্ত্রিক', প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র।
বৈঠকে গরহাজির উপাচার্যদের কড়া বার্তা সিভি আনন্দ বোসের
ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত? আচার্যের বৈঠকে গরহাজির উপাচার্যদের ব্যাখ্যা তলব। বৈঠকে গরহাজির উপাচার্যদের ব্যাখ্যা তলব রাজ্যপালের। অপরাজিতা বিল ফেরতের পর এবার বৈঠকে গরহাজিরায় ব্যাখ্যা তলব। আজ ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে ডাকেন আচার্য। বৈঠকে ছিলেন ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাকিরা গরহাজির। রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরাই মূলত বৈঠকে ছিলেন, সূত্রের খবর। 'যাঁরা বৈঠকে উপস্থিত ছিলেন না, তাঁদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সংশ্লিষ্ট উপাচার্যদের রাজভবনে ঢোকা বন্ধ। বৈঠকে গরহাজির উপাচার্যদের কড়া বার্তা সিভি আনন্দ বোসের।



















